13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সামান্য বৃষ্টিতেই স্কুলের মাঠে পানি

Link Copied!

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই। তাছাড়া মাঠ নিচু । এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়।

গত তিন দিনে বৃস্টির পানি জমে বিদ্যালয়ের মাঠ পানি আর ঘাসে পরিপূর্ন হয়ে গেছে । এই সমস্যা সমাধানে মাঠ টিতে মাটি ভরাট করে উঁচু করার দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৭ সালে ৩৩ শতাংশ জায়গা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৩৩০।

শিক্ষক রয়েছেন ৬ জন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় । পিছিয়ে নেই খেলাধুলায়ও। কিন্তু বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না।

সামান্য বৃষ্টি হলেই মাঠসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন , মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা করা যায় না। একটু বৃষ্টি হলেই মাঠে পানি জমে , পানি বের হওয়ার কোন ব্যবস্থা নেই । যার কারনে মাঠে চলা ফেরা ও খেলাধুলা করা যায় না । বিদ্যালয়ের বিভাগীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শারমীম আখতার বলেন, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই।

মাঠ নিচু এ কারণে মাঠ টিতে জলাবদ্ধতা লেগেই থাকে। সামান্য বৃষ্টি হলে মাঠে পানি জমে এবং মাঠ নিচু যার কারনে মাঠে মাটি ভরাট অতি জরুরী । এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারকে অবগত করানো হয়েছে এবং সরেজমিন পরিদর্শনে এসে ছিলেন ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটসহ জলাবদ্ধতা দূরীকরণের বিষয়ে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় আলোচনা করা হয়েছে এবং মাঠ মাটি ভরাটের একটি বরাদ্দ দেওয়া হয়েছে । মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক বলেন, সরেজমিন পরিদর্শন করা হয়েছে জলাবদ্ধতাসহ মাঠ ভরাটের একটি আবেদন দেওয়া হয়েছে । অনুমোদন হলে স্কুলের মাঠের পানি নিঃস্কাসন এবং মাটি ভরাটের ব্যবস্খা করা হবে ।

http://www.anandalokfoundation.com/