14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আগৈলঝাড়ায় বর্ষা মৌসুমে শত বছরের নৌকার বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট

ই-রিকশা চালকদের লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রদানে রাষ্ট্রীয় স্বীকৃতির আইনগত ভিত্তি তৈরি হবে -ডিএনসিসি প্রশাসক 

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের ৫ ও আহতদের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় রোগির দালাল বেড়ে গেছে,ভোগান্তিতে সাধারন রোগিরা

Biswajit Shil
November 26, 2019 4:21 pm
Link Copied!

সচ্চিদানন্দদেসদয়: সাতক্ষীরার সর্বত্র বেড়ে গেছে রোগির দালাল।প্রতিনিয়ত প্রতারনার শিকার হচ্ছে রোগিরা।ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামগঞ্জ থেকে আসা মানুষ।শহরের প্রভাবশালী বেশীর ভাগ ক্লিনিক এই দালাল প্রাকটিসের সাথে জড়িত থাকার কারনে সাধারন মানূষ জিম্মি দশা থেকে মুক্তি লাভ করতে পারছেন না অনেকে অভিমত পোষন করেছেন।

ভ্যানওয়ালা,অটোড্রাইভার,ইজিবাইক চালক,অথবা ডাক্তার এটেনডেন্ট সেজে বিভিন্ন কায়দায় দালাল রা চালিয়ে যাচ্ছেন তাদের কর্মকান্ড।রোগির দালালির পাশাপাশি বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হচ্ছে এসব দালালরা।প্রসাশনের সামনেই প্রতারনা ঘটলেও এদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায় না।

খোজ নিয়ে জানা গেছে সাতক্ষীরার বাসষ্টান্ড,সাতক্ষীরার গুরুত্বপূর্ণ মোড়,হাসপাতারের সামনে সহ বিভিন্ন গুরুত্ব পূর্ণ পয়েন্টে বেশীর ভাগ দালারদের আনাগোনা।উপজেলা সদরের গ্রাম গঞ্জ থেকে আসা রোগিরা বাস থেকে নেমেই ডাক্তার দেখানোর কথা বললেই শুরু হয় প্রতারকদের কারসাজি।নির্দিষ্ট কোন ডাক্তারের নাম বললে প্রথমে সেখানে নিয়ে যাওয়ার কথা বলে যাত্রী উঠানো হয়।কিছু দুর গিয়ে বলা হয় সেই ডাক্তার মারা গেছে অথবা ঢাকায় গেছে এ ধরনের ডাহা মিথ্যা কথা।তারচেয়ে আর এক জন ভাল ডাক্তার আছে বলে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র।

এর পর ডাক্তার ফি,পরীক্ষার ফি সহ সব কিছুই থেকেই দালালরা পার্সেন্টস পেয়ে যান।আর ডাক্তার রা প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ধরনের পরীক্ষা নীরিক্ষা লিখেন বলে ভুক্তভোগিদের অভিযোগ।অপর দিকে ৩০ পারসেন্ট রেফার ফি দেওয়ায় ডাক্তাররা অতিরিক্ত পরীক্ষা নিরিক্ষা লিখতে উৎসাহি হন।আর সকল খড়গ নেমে আসে বেচারা রোগি আর স্বজনদের উপর।ধারদেনা করে টাকা নিয়ে এসে এ ভাবে প্রতারনার শিকার হয়ে সর্বস্ব হারাচ্ছেন তারা।বঞ্চিত হচ্ছেন সুচিকিৎসা থেকে।সাতক্ষীরা জেলার প্রায় সাতটি জেলার এবং যশোর খুলনার কিছু অঞ্চলের লোকজন উন্নত চিকিৎসার জন্য এখানে এসে থাকেন।সাতক্ষীরায় রয়েছে মেডিকেল কলেজ,সদরহাসপাতাল,টিবি হাসপাতাল সহ একাধিক চিকিৎসা কেন্দ্র।

প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকের মধ্যে রয়েছে ইসলামী হাসপাতাল,ফরজানা ক্লিনিক,নাজমুল ক্লিনিক,আনোয়ারা ক্লিনিক,বুশরা হাসপাতাল সহ আরো অনেক গুলো ক্লিনিক।রয়েছে অর্ধশতাধিক ডায়াগনষ্টিক সেন্টার সহ শতাধিক ডাক্তারের প্রাইভেট চেম্বর।সেই সু বাদে গ্রামগঞ্জ উপজেলা শহর থেকে হাজার হাজার মানুষ উন্নত ও সুচিকিৎসার আশায় সাতক্ষীরায় আসেন।আর প্রতারকদের খপ্পরে পরে টাকা পয়সা হারিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা নিয়ে বাড়ী ফিরছেন।

সম্প্রতি সাতক্ষীরার জেলা প্রসাশক ও জেলা ম্যাজিস্ট্রে এস এম মোস্তফা কামাল সাতক্ষীরার একটি ক্লিনিকে অভিযান পরিচালনা কালে বলেন,কোন গরীব অসহায় রোগি কে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠালে গ্রাম ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বিষয় টি আরও জরুরী ভাবে পদক্ষেপ গ্রহন ও কার্যকর ভাবে মনিটরিং করার জন্য স্বাস্থ্য বিভাগ,হাসপাতাল কতৃপক্ষ,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন ভুক্তভোগী জনসাধারন।

http://www.anandalokfoundation.com/