13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় বরিশালে প্রস্তুত সাড়ে চারশ’ মেডিক্যাল টিম

Link Copied!

দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে রূপ নিলে সেটি মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রসহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখাসহ মেডিক্যাল টিম গঠনে জোর দেওয়া হয়েছে। ইতোমধ্যে গোটা বরিশাল বিভাগজুড়ে সাড়ে চারশ’ মেডিকেল টিম গঠণ করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মেডিক্যাল টিমের সদস্যরা দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করবেন। এছাড়া বিভাগের হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রয়োজনীয় ওষুধ রয়েছে।

অপরদিকে গোটা বিভাগে ৩ হাজার ৯৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। এরমধ্যে ভোলায় ৭৪৬, পটুয়াখালীতে ৭০৩, বরগুনায় ৬৪২, বরিশালে ৫৪১, ঝালকাঠিতে ৪৮৮ ও পিরোজপুরে সর্বোচ্চ ৮৫৪টি আশ্রয়কেন্দ্র রয়েছে। একইসাথে ৬ হাজার ২৪৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১ হাজার ৬৬টি মাধ্যমিক বিদ্যালয় আশ্রয়ের জন্য খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা।

http://www.anandalokfoundation.com/