ঢাকায় দুই সিটির নির্বাচনে কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে আগামীকাল রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।
শনিবার রাত ৮টার দিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। এসময় তিনি দলের পক্ষ থেকে নির্বাচন প্রত্যাখ্যান করারও ঘোষণা দেন।বিএনপি সর্বশেষ হরতাল দিয়েছিল ১৩ ডিসেম্বর ২০১৭ সালে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে।
দীর্ঘ বিরতির পর আগামীকাল আবারো হরতাল ডাকল বিএনপি। অরপদিকে রাজধানীতে বিএনপির ডাকা হরতাল না মেনে রোববার গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতউল্লাহ খন্দকার।