বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়।
মেষঃ জিনিস গুছিয়ে না রাখলে, চুরি যেতে পারে। মন খারাপ থাকলে, কাজে উন্নতি হবে না। বেশি দুশ্চিন্তা করা বন্ধ করুন। যে আত্মীয়রা ঋণ নিয়ে ফেরত দেয়নি, তাঁদের থেকে দূরে থাকুন।
বৃষভঃ আজকের দিনের সবকিছুই আপনার ইচ্ছানুসারে এগোবে। ব্যাঙ্কের কাজ করার সময় সাবধানে করতে হবে। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান।
মিথুনঃ মোবাইল দেখতে গিয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ফেলবেন। কাছের বন্ধুর মাধ্যমে আর্থিক উন্নতি হবে। ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ।
সিংহঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন। কর্মক্ষেত্রে বিশেষ কিছু করার আগে, অন্যদের থেকে পরামর্শ নিন। নিজের ভালো লাগে এমন কিছু করুন আজ।
কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।
তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।
বৃশ্চিকঃ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।
ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের। আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন।
মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন।
কুম্ভঃ তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিজের রাগকে বড় করে দেখাবেন না। পিতা মাতার শারীরিক সমস্যার জন্য কিছু অসুবিধা হতে পারে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন।
মীনঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।