13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
November 10, 2019 12:56 am
Link Copied!

হিন্দু ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করায় সাংসদের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে মামলার প্রস্তুতি’ শিরোনামে ০৩ নভেম্বর ২০১৯ তারিখে দ্যা নিউজ ডটকমে প্রকাশিত সংবাদের মূল তথ্য উৎপল বিশ্বাস দিতে না পারায় প্রমাণিত হয় যে উক্ত নিউজের বক্তব্য উৎপল বিশ্বাসের নিজস্ব বক্তব্য। প্রতিবেদক সাংবাদিকতায় অনভিজ্ঞ ও সম্পাদক প্রকাশক অন্য মনস্ক থাকায় নিউজ প্রকাশিত হয়। তজন্য পত্রিকার পক্ষথেকে সংবাদটি মুছে ফেলা হয়।

বাংলাদেশী বংশদ্ভুত ব্রিটিশ হিন্দু নাগরিক উৎপল বিশ্বাস লিটন জানিয়েছিলেন, তার ব্যক্তিগত জীবন, ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রকাশ্য জনসভায় যথেচ্ছ মন্তব্য এবং নিজের এলাকায় ঢুকতে না দেয়ার হুমকি দিয়েছেন সংসদ সদস্য জিল্লুল হাকিম। এজন্য তিনি ব্রিটিশ আদালতে আইনগত ব্যবস্থা ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন মর্মে গত ০৩ নভেম্বর ২০১৯ সংবাদ প্রকাশিত হয়।

প্রবাসী উৎপল বিশ্বাস জানিয়েছিলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার জংগল ইউনিয়নে জংগল হাই স্কুল মাঠে একটি রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সাংসদ জিল্লুল হাকিম ওই অঞ্চলের আওয়ামীলীগ কমিটি গঠন নিয়ে আলোচনা সভায় বিশ মিনিটের ভাষণে প্রায় ১৫ মিনিট ধরে আমাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, আমার জীবনযাত্রা, এমনকি আমার ধর্ম নিয়েও কথা বলেন। জিল্লুল হাকিম বলেন  উৎপল তো হিন্দু না মুসলিম হয়ে গেছে,  মুসলিম হয়ে বিদেশে বসে এলাকার হিন্দুদের উল্টাপাল্টা বোঝাচ্ছে আমার বিরুদ্ধে। আমি ওর গতিবিধির উপর নজর রাখি। কার কার সাথে ও যোগাযোগ রাখে আমি সব খোঁজ রাখি। ও তো বাবার তেজ্য পুত্র। আমি দেখবো ও কিভাবে এলাকায় আসে।

এছাড়াও আওয়ামী লীগ কমিটি গঠনে ব্যপক অনিয়ম এর অভিযোগের প্রমাণ স্বরূপ প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক বরাবর অভিযোগের অনুলিপি যুক্ত করেন। এ বিষয়ে সংসদ সদস্য জনাব মোঃ জিল্লুল হাকিম এর ফোন নাম্বারঃ ০১৭৮৯৩২৮১৪৪, এ কয়েকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় কোন মতামত নিউজে প্রকাশ করা যায় নি।

উৎপল বিশ্বাস (লিটন) এর পিতা জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন বিশ্বাস জানিয়েছেন তার পুত্র উৎপল বিশ্বাসের কার্যকলাপে দেশে ফিরতে পারবে না, তাঁকে ত্যাজ্য পুত্র করা হয়েছে।

গত ৩ নভেম্বর ২০১৯ তারিখে দ্যা নিউজে অপর্যাপ্ত তথ্য দেয়ার অভিযোগ’ হিন্দু ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করায় সাংসদের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে মামলার প্রস্তুতি শিরোনামে প্রকাশিত সংবাদ ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আমরা মনে করি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে অনলাইন মিডিয়াটি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠককে সঠিক তথ্য দেবে বলে আমরা বিশ্বাস করি।

http://www.anandalokfoundation.com/