বিনোদন ডেস্ক: মোহিত সুরি চেতন ভগতের লেখা ‘হাফ গার্লফ্রেন্ড’ নিয়ে চলচ্চিত্র নির্মার্ণ করতে যাচ্ছে। আর এতে পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে হালের হার্টথ্রব আদিত্য রয় কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে।
এখনও পর্যন্ত চেতনের লেখা বই নিয়ে চারটি চলচ্চিত্র নির্মিত হয়েছে।এবার এই তালিকায় যুক্ত হচ্ছে ‘হাফ গার্লফ্রেন্ড’ নামে তাঁর সবচেয়ে বেশি বিক্রিত উপন্যাস। ‘হাফ গার্লফ্রেন্ড’ পরিচালনা করবেন মোহিত সুরি। তবে গল্পের সঙ্গে চিত্রনাট্যও লিখেছেন স্বয়ং চেতন ভগত।
এই চলচ্চিত্রে শ্রদ্ধা কাপুর এবং আদিত্যকে নিয়েছেন মোহিত সুরি। এই নিয়ে পর পর তিনবার মোহিতের সঙ্গে কাজ করবেন শ্রদ্ধা। এর আগে আশিকি ২ এবং এক ভিলেন-এ মোহিতের পরিচালনায় কাজ করেছেন তিনি।
শ্রদ্ধার বিপরীতে থাকছেন তাঁর এককালীন বয়ফ্রেন্ড আদিত্য রয় কাপুর।
দিল্লিবাসী এক মেয়ে এবং বিহারের এক ছেলেকে নিয়ে লেখা চেতন ভগতের হাফ গার্লফ্রেন্ডের সুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি। এই সিনেমা প্রযোজনার দায়িত্বে রয়েছেন একতা কাপুর এবং চেতন ভগত।