সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (৫অক্টোবর)সকালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ,সহকারী শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল, প্রভাষক কাজী নেওয়াজ, সহকারী অধ্যাপক মহসিন আলী, মাদ্রাসা সুপার মাওলানা খবির উদ্দিন, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক দীনেশচন্দ্র মন্ডল প্রমুখ।