ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ সেপ্টেম্বর’২০১৬ঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি হাট থেকে জাল নোটসহ বেলাল হোসেন নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে জাল টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, গরু হাটে জাল টাকা ছড়নো হচ্ছে এমন খবর পায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে সময় ৬ খানা এক হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়েছে। ওই এলাকায় জাল টাকার কারবারের সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্ঠা চালানো হচ্ছে বলে ওসি আরো জানান।