13yercelebration
ঢাকা

আজ ১লা আগস্ট, শুরু হলো বাঙালির শোকের মাস

Brinda Chowdhury
August 1, 2023 8:01 am
Link Copied!

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতি হারিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। আজ ১লা আগস্ট। শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট।

এ মাসেরই ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির জনকের জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠপুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল শিকার হন।

‘৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ৭৫ সালের ১৫ আগস্ট থেকে  ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার  অন্ধকারে ছিলো।

এ শোকের মাসেই আরেকটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার জন্ম হয়। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে ২৪ জনকে হত্যা করা হয়। ওই হামলার টার্গেট ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

ফলে আগস্ট মাসটি আওয়ামী লীগের কাছে বিশেষ শোকের মাস।

এ বছর শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। তারা গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের ৩১ দিনের মধ্যে ২৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ২, ৬, ৭, ১০, ২৮ ও ২৯ আগস্ট কোনো কর্মসূচি রাখা হয়নি।

এ দিনগুলোর কর্মসূচি পরে জানানো হবে।

দলের কেন্দ্রীয় একাধিক নেতা জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের বছরে আগস্টের কর্মসূচি পালনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিএনপির আন্দোলন কর্মসূচির ধরন বুঝে আওয়ামী লীগের কর্মসূচি পরিবর্তন হতে পারে।

দলের কেন্দ্রঘোষিত কর্মসূচিগুলোর সঙ্গে সংগতি রেখে সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর শহর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদের কর্মসূচি পালনে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/