মাতা পার্বতীর সাথে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের ঠাকুর ভগবান শিবের শুভ বিবাহের এই পুন্যলগ্নে উত্তরাখন্ডের ত্রিযুগিনারায়ন মন্দির আজও তাদের বিবাহের প্রাচীন কিংবদন্তির স্বাক্ষ বহন করে চলেছে। এই মন্দিরেই শিব-পার্বতীর বিবাহের কাজ সম্পন্ন হয়েছিলো। মন্দিরে একটি চিরন্তন আগুন বা ধুনি সারাক্ষণ জ্বলে থাকে। লোককথা অনুসারে বিশ্বাস করা হয় শিব-পার্বতীর বিবাহে যজ্ঞের সময় এই আগুন প্রজ্জ্বলিত হয়েছিল। তাছাড়া মন্দিরে ৪টি জলাশয় রয়েছে- স্নানের জন্য রুদ্রকুন্ড- জলপানের জন্য ব্রহ্মকুণ্ড শুদ্ধিকারনের জন্য বিষ্ণুকুন্ড এবং পেয়ান্ন প্রদানের জন্য সরস্বতী কুন্ড।
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পার্বতীর সাথে ভগবান শিবের এই বিয়েকে উপলক্ষ করে সনাতনী হিন্দুরা নিষ্ঠাভরে ব্রত পালন করে থাকেন। কথিত আছে শিবচতুর্দশী ব্রতের ফল লাভে মৃত্যুর পর যমের কোন অধিকার থাকেনা ফলে তার মুক্তিলাভ হয়।কাম ক্রোধ লোভ অসক্তি ও হিংসা থেকে পরিত্রানের জন্য এই রাত্রির ব্রত এক ঐশ্বরিক দান।
হিন্দু পুরান অনুযায়ী এই রাতে শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের সঙ্গে তান্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব পার্বতীকে বিয়ে করে গৃহী জীবনে প্রবেশ করেছিলেন। আদিশক্তি ও প্রকৃতির মিলন হয়েছিল। তাই এই দিনে শিবকে সন্তুষ্ট রাখার জন্য ধর্মীয় আচার মেনে শিবের মাথায় জল ঢালা হয়।
শিবরাত্রি শুধু মহোৎসবের দিন নয় এই দিনে শিবকে স্মরণ করা হয় সমুদ্র মন্থনে যে ভয়ানক কালকূট বিষ উত্থিত হয়েছিল সেই বিষের জ্বালায় সারা বিশ্ব ছটফট করছিল। তখন সৃষ্টি রক্ষা করতে মহাদেব সেই বিষ নিজের কন্ঠে ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন। বিষে শিবের কন্ঠ নীল হয়ে গিয়েছিল সেইজন্য শিবের আরেক নাম নীলকন্ঠ।
এই দিনে আরও একটি অবিস্মরণীয় কাজের জন্য ভক্তরা ভগবান শিবকে স্মরণ করে থাকেন। ব্রহ্মা-বিষ্ণুর মধ্যে ক্ষমতার লড়াইয়ের সময় শিব জ্যোতির্লিঙ্গ হিসাবে আবির্ভূত হইয়ে লড়াইয়ে মধ্যস্থতার কথা মনে করে স্মরণ করা হয়।
এই উৎসব শিবের দ্বৈত অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে প্রত্যাবাসনের এই রাতকে বলা হয় মহাশিব রাত্রি শিবের নিরাকার রূপের প্রতীক হিসাবে এই তিথিতে আবির্ভূত হয়েছিল লিঙ্গ। যেখানে আকাশ নিজেই লিঙ্গ পৃথিবী তার পীঠ বা ভিত্তি।সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে।তারমধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়।
প্রাচীনকালে কাশীধামে ব্যাধ নামে এক নিষ্ঠুর বাস করত। একদিন শিকারে এক জঙ্গলে পথ হারিয়ে ক্লান্ত হয়ে অনাহারে ক্লান্ত জন্তুদের ভয়ে এক গাছে আশ্রয় নিয়েছিল। সে গাছটি ছিল আবার বেল গাছ। গাছে বসে সে হতাশ হয়ে বেল পাতা ছিড়ে নীচে ফেলতে থাকে।গাছের নীচে ছিল একটি শিবলিঙ্গ। সেই পাতা শিবলিঙ্গের মাথায় পড়েছিল এবং সেদিন ছিল শিবচতুর্দশী। নিজের অজান্তেই ব্যাধের শিবচতুর্দশীর ফল লাভ হয়ে যায়।
কিছুদিন পরে তার মৃত্যু হলে যমদূত এসে তাকে নিতে পারেনি। যমরাজ স্বীকার করে যে শিবচতুর্দশী পালন করে তার উপর যমের কোন অধিকার থাকেনা।
বিবাহিত হিন্দু নারীরা শিবচতুর্দশী ব্রত পালনের মাধ্যমে স্বামীর দীর্ঘায়ু কামনা করে থাকেন এবং অবিবাহিত নারীরা শিবের মতো স্বামী কামনা করেন।