14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে সচেতন হতে হবে -শিক্ষা উপমন্ত্রী

Brinda Chowdhury
February 3, 2020 9:06 pm
Link Copied!

ঢাকা: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কর্মসংস্থানের জন্য দরকার মানসম্মত ও কার্যকর কারিগরি শিক্ষা। তিনি সকল শিক্ষার্থীকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি জীবন দক্ষতা অর্জনের পরামর্শ দেন যাতে তারা দক্ষ হয়ে গড়ে উঠতে পারে। বলেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এবং কলম্ব প্লান স্টাফ কলেজ এর যৌথ উদ্যোগে আয়োজিত ÔSkills Readiness for Achieving SDGs and Adopting IR 4.0Õশীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, আন্তর্জাতিক বাজারে কাজ করতে চাইলে কারিগরি ধারার শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, দেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি করতে সরকার কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে ব্যাপক কর্যক্রম গ্রহণ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আইডিইবির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/