শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। চলতি মাসে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় পূজার ছুটি থাকবে চার দিন। প্রজ্ঞাপন দ্রুতই দেয়া হবে।
মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুর্গাপূজার ছুটি এবছর একদিন বাড়ানো হলো। দেশকে যারা অস্থিতিশীল করতে চেষ্টা করছেন তাদের জন্য বার্তা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকলের সাথে আছে।
শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বুধবার (৯ অক্টোবর) থেকে সেই হিসেবে দশমী হচ্ছে আগামী রোববার (১৩ অক্টোবর)।
দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শেষ হয়। এজন্য রোববারও সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজার ছুটি থাকছে ৪ দিন।