14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে বিএমএ’র জেলা কমিটি ঘোষনা

admin
December 22, 2016 11:41 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র জেলা কমিটি ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সিভিল সার্জন হল রুমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সভাপতি পদে ডাঃ মনিরুল ইসলাম ও শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা (খোকন)কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। আগামী ১ বছরের জন্য (২০১৬-১৭) বিএমএ’র কমিটি ঘোষনা করা হয়েছে।

এতে ডাঃ মাহমুদুল হাসান ও ডাঃ সুমন কুমার পোদ্দার সহ-সভাপতি, ডাঃ নির্মল কুমার দাস কোষাধ্যক্ষ, ডাঃ শফিকুল ইসলাম সুমন যুগ্ম-সাধারণ সম্পাদক, ডাঃ নাহিদুজ্জামান রিমন সাংগঠনিক সম্পাদক, ডাঃ মতিু আক্তার দপ্তর সম্পাদক, ডাঃ অমিট সেন গুপ্ত গণসংযোগ, ডাঃ শাহেদা শাহিনুর সমাজ কল্যাণ, ডাঃ নাজমুল ইসলাম গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, ডাঃ মোহাম্মদ বাদশা মিয়া গভেষনা বিষয়ক সম্পাদক, ডাঃ সাবরিনা খান সংস্কৃতি ও বিনোদন সম্পাদক, সদস্য ডাঃ মোঃ গোলাম ফারুক, ডাঃ সৈয়দ আনোয়ার হোসেন, ডাঃ আব্দুল বারি, ডাঃ মোঃ হাফিজুর রহমান মিয়া, ডাঃ খালেদ শওকত আলী, ডাঃ মোঃ হারুণ অর রশিদ ও ডাঃ মোঃ মশিউর রহমান। প্রিজাটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনির আহমেদ খান।

 
,

http://www.anandalokfoundation.com/