14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরিয়তপুরে ৫ মূর্তি ভাংচুর

admin
December 20, 2018 5:32 pm
Link Copied!

শরীয়তপুর শহরে কালী মন্দিরে হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা হরি, শীতলা ও মনসাসহ পাঁচটি মূর্তি ভাংচুর করেছে। গতকাল বুধবার রাতে ঋষিপাড়া কালী মন্দিরে এই হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে যায়।

এরপর সকালে জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আবদুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাংচুর করা মূর্তি উদ্ধার করে পুলিশ কীর্তিনাশা নদীতে বিসর্জন দিয়েছে।

এ ব্যাপারে কালী মন্দিরের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বলেন, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা আমাদের কালী মন্দিরে হামলা করে পাঁচটি মূর্তি ভাংচুর করেছে। এসময় তারা পাঁচটি গামলা ও পাঁচটি ঢাকনা নিয়ে গেছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বুধবার গভীর রাতে ঋষিপাড়া কালী মন্দিরে হামলা করে পাঁচটি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার জন্য তদন্ত কাজ চলছে এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/