14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Brinda Chowdhury
January 8, 2020 5:41 pm
Link Copied!

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের মজুপুর এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. কামাল হোসেনকে (৩৩) আটক করেছে র‌্যাব-১১।

বুধবার বিকেলে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মজুপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটক মো. কামাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারি গ্রামের মো. আমির হোসেনের পুত্র।

র‌্যাব জানায়, মো. কামাল হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকায় কিরণ মঞ্জিলে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং ওখানে থেকে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর সিপিসি-৩ এর লক্ষ্মীপুর ক্যাম্পের সদস্যরা মজুপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেনকে আটক করেন।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (এএসপি) মো. আবু ছালেহ জানিয়েছেন আটককৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

http://www.anandalokfoundation.com/