14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা

admin
December 10, 2015 11:56 am
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে রাজধানীর গুলশান থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার রাতে এক্স ফাইভ মডেলের গাড়িটি জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জাফর সিদ্দিকী চৌধুরী নামে এক ব্যবসায়ী গাড়িটি আমদানি করেছেন। সাবেক জার্মান রাষ্ট্রদূত হোলগার ভিলফ্রেড মাইকেলের নামে গাড়িটি আমদানি হয়েছে বলে কাগজে-কলমে দেখানো হয়েছে। ভুয়া কাগজপত্র দিয়ে গাড়িটির রেজিস্ট্রেশন করা হয় পিরোজপুর থেকে। গাড়িটির মূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানান তারা।

শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটি সঙ্গে অন্য কোন অনিয়মের যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করে দেখছে শুল্ক গোয়েন্দারা।

http://www.anandalokfoundation.com/