ময়মনসিংহের মেয়ে তৃষা দেবনাথ, ডেন্টাল স্টুডেন্ট। গত ১৮ জানুয়ারি, ২০১৮ তে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গাজীপুর জেলার কাজী আজিম উদ্দিন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক দিপু দেবনাথের সাথে। বিয়ের পর থেকেই সবসময় তৃষাকে যৌতুক দাবিতে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিল পরিবারটি। কোন ভরনপোষণও দিত না তার স্বামী। বাসাভাড়া চলত তৃষার বারার টাকায় । বিয়ের আগে তৃষাকে দেখতে গিয়ে অনেক পছন্দ করে বিয়ে করে দিপু। কিন্তু বিয়ের পর থেকেই মেয়েটিকে সহ্য করতে পারছিলো না পরিবারটি। গত ১২ অক্টোবর ২০১৮ দূর্গাপূজাতে তৃষা শ্বশুর বাড়ি ,গাজীপুর শ্রীপুরের নিশ্চিন্তপুরে যায় । অনেক আশা করেই গিয়েছিলো দূর্গাপূজা করতে। যাবার পর পরই দীপু তৃষার সাথে অনেক খারাপ ব্যবহার করে। বলে বাবা–মার কাছ থেকে ৭ লক্ষ টাকা পূজার মধ্যে এনে দিতে। তখন তৃষা বলে যে বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে, এখনও পড়াশোনা, বাসাভাড়া ও খাওয়া খরচ সব বাবা মা দেয়। এখন বাবা মার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। একথা বলার পর সে তৃষাকে অনেক মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে মাটিতে ফেলে চোখে–মুখে, মাথায় মারাত্নক জখম করে। তৃষা এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ।
উপরোক্ত বিষয়ে গত ১৬/১১/১৮ইং তারিখে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারটির খোঁজ-খবর নেন এবং আইনী সহায়তা দেয়ার আস্বাস দেন । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এড. উত্তরা চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল মানিক চন্দ্র সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম ও হিন্দু হেরিটেজ ফাউন্ডেশনের সহ–সাংগঠনিক সম্পাদক বিজয় দাস কাব্য, মানবধিকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধো শংঙ্খনাথ তরুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।