মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে চুরি করার সময় সম্রাট নামের এক কিশোরকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ঘটনার সময় মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদের দান বক্স থেকে টাকা সহ লোহার রড চুরি করে নিয়ে যাওয়ার সময় সম্রাটকে আটক করে পিটুনি দেওয়া হয়।
পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সম্রাট সদর উপজেলার রাজনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন-এর ছেলে।