মেহের আমজাদ,মেহেরপুর (০১-১০-১৮): “কোটি প্রানে মিশে,আমরা এখন ২০-এ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় মেহেরপুরে পালিত হয়েছে চ্যানেল আইয়ের ২০তম জন্মদিন।
সোমবার দিবাগত রাত ১২টা এক মিনিটের সময় জন্মদিনের কেক কেটে চ্যানেল আইয়ের জন্ম উৎসব পালন করা হয়। মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে মেহেরপুর জেলা প্রতিনিধি গোলাম মোস্তফার সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
আরো উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন অরণ্য, কামারুজ্জামান খান, সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পাদক রফিক-উল-আলম,প্যানেল মেয়র শাহিনুর রহমান সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
কেক কাটা শেষে প্রধান অতিথি পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন চ্যানেল আইয়ের পরিবারকে শুভেচ্ছা জানান এবং দীর্ঘায়ু কামনা করেন।