মেহের আমজাদ,মেহেরপুর: প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১/২০১৮-১৯ মৌসূমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপশী আউশ ও নেরিকা আউশ আবাদ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার সেচ সহায়তা ও আগাছা দমন বাবদ প্রনোদনা বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, কৃষি বান্ধব সরকার কৃষি ক্ষেত্রে চাষীদের সব সময় সহযোগিতা করে আসছে।
কৃষির উন্নয়নের বিষয়টা এই সরকার ছাড়া কেউ চিন্তা করেনি, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ,জননেত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.আখতারুজ্জামান,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, আব্দুর রকিব প্রমুখ।
অনুষ্ঠানে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ২শ ৪০ জন কৃষকের মাঝে ২০ লক্ষ ৩০ হাজার ৪শ ৬২ টাকা মূল্যের বীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ১জন কৃষক প্রতি বীজ ৫ কেজি করে, ইউরিয়া সার ২০ কেজি করে, ডিএপি সার ১০ কেজি করে, এমওপি সার ১০ কেজি করে, উফশী আউশ আবাদে সেচ সহায়তার জন্য ৫শ টাকা করে এবং নেরিকা আউশ আবাদে সেচ সহায়তা ও আগাছা দমন বাবদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
কৃষকদেরর মধ্যে উপশি আউশ চাষী ১ হাজার ১শ ৪০ জন এবং নেরিকা আউশ চাষী রয়েছেন ১শ জন।