মেহের আমজাদ, মেহেরপুর (০১-১০-১৬) আঠারোয় জয়ধ্বনি এই শ্লোগানে মেহেরপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে চ্যানেল আই ১৮ বছরে পদার্পন অনুষ্ঠান। অনুষ্ঠান সুচীর মধ্যে ছিল আলোচনাসভা ও কেক কাটা।
মেহেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভা অনুষ্ঠানে মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন অরণ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল আযীম ও জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও উদীচীর জেলা সভাপতি এ্যাডঃ ইব্রাহীম শাহীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই-এর মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা। আলোচনা শেষে প্রধান অতিথি চ্যানেল আই-এর জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।