14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরের গাংনীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

Biswajit Shil
December 5, 2019 7:13 pm
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুর (০৫-১২-২০১৯):  মেহেরপুর জেলার গাংনী উপজেলার চোখতোলার মাঠ নামক স্থান থেকে ০৩ টি আপেলের কার্টুন থেকে ৫৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী ইমরান (২৪) কে আটক করেছে গাংনী থানা পুলিশ।

বুধবার দিবাগত সন্ধ্যা রাতে(০৪-১২-২০১৯)মেহেরপুরের গাংনীর চোখতোলার মাঠের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশ থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ইমরানকে আটক করা হয়। আটক ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী থানাধীন পশ্চিম শারিখখালী গ্রামের আব্দুর রহিমের ছেলে। ফেন্সিডিলের একটি বড় চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই আহসান হাবিব, এ এস আই রফিক সঙ্গীয় ফোর্সসহ চোখতোলা মাঠের কাছে অভিযান চালায়।

এসময় সন্দেহভাজন ইমরান হোসেনের আপেলের কার্টুন তল্লাশী করে ৫৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়।

এ বিষয়ে ওসি ওবাইদুর রহমান জানান, ইমরান হোসেন ঢাকায় থাকে এলাকায় এসে মাদক ব্যবসায়ীদের থেকে মাদক কিনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাকে আটক করে গাংনী থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে এলাকার মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালানো হবে।

http://www.anandalokfoundation.com/