13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুশতারী শফীর কফিনে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
December 21, 2021 9:33 pm
Link Copied!

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ প্রাঙ্গণে আজ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদ্যপ্রয়াত শিল্পী মুশতারী শফীর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মরদেহের পাশে ক্ষণকাল নিরবে দাঁড়িয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।

উপস্থিত সাংবাদিকদেরকে মন্ত্রী বলেন, বেগম মুশতারী শফী মুক্তিযোদ্ধা ছিলেন, তাঁর স্বামী ডা: শফী তাঁর বাড়িতে মুক্তিযোদ্ধাদের অস্ত্রসস্ত্র লুকিয়ে রেখেছিলেন বলে তাঁকে হত্যা করা হয়েছিল। মুশতারী শফীর ভাইকেও হত্যা করা হয়েছিল। এরপরও মুশতারী শফী দমে যাননি। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে, মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন।

মুশতারীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে হাছান মাহ্‌মুদ বলেন, স্বাধীনতা পরবর্তী সময়েও আমাদের আবহমান সংস্কৃতি ও মুক্তচিন্তা লালন করেছেন মুশতারী শফী। তিনি চট্টগ্রাম উদীচীর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ সংস্কৃতিসেবী ও মুক্তিযুদ্ধের সংগঠককে হারালো। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

http://www.anandalokfoundation.com/