মুজিববর্ষ পালনে রাষ্ট্রীয় কোষাগার থেকে চার হাজার কোটি টাকা খরচ এবং শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণে অর্থ অপচয় ও ক্ষতিসাধনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ অন্যান্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সাত সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, অভিযোগ অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যদের টিম গঠন করা হয়েছে। টিমের অপর সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস. এম. রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুজিববর্ষ পালন উপলক্ষে সারাদেশে ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। এতে খরচ হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। বিপুল এই ব্যয় এখন অপ্রয়োজনীয় ও অপচয় হিসেবেই মূল্যায়িত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য আওয়ামী লীগ সরকার ২০২০-২১ সালকে (১৭ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত) মুজিববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। করোনাভাইরাসের কারণে কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ প্রায় ৯ মাস বাড়িয়ে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়। মুজিববর্ষ পালন উপলক্ষে আগে থেকেই আওয়ামী লীগ সরকার সারাদেশে ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ শুরু করে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানিয়েছেন, শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) পালন এবং শেখ মুজিবের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয়-ক্ষতি সাধনের অভিযোগে দুদকের একটি অনুসন্ধান চলমান রয়েছে। তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধানের জন্য রেকর্ডপত্র সংগ্রহ করছেন। অনুসন্ধান শেষে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।
দুদক মহাপরিচালক আরও বলেন, এই বিষয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে দুদক। তারা কাজ করছেন। ইতোমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য জানানো হয়েছে। এখনো যে রেকর্ডপত্র পাওয়া যায়নি, সেগুলো পাওয়া সাপেক্ষে আলোচনা করে কমিশনে যারা আছেন তারা প্রতিবেদন উপস্থাপন করবেন। সেই আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে।