13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মা‌নিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, যুবক আটক

admin
November 9, 2016 9:08 pm
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধিঃ জেলার সাটুরিয়া উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরে জড়িত সন্দেহে হৃদয় নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ বুধবার ভোরে সাটু‌রিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টার সময় উত্তম বৈরাগীর বাড়িতে লক্ষ্মী-নারায়ণ মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করে ওই যুবক। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে হাতেনাতে হৃদয়কে আটক করে। পরে পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।

আটক হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মূর্তি ভাঙচুরের সময় তাঁর সঙ্গে আরো দুই যুবক ছিলে। তারা পালিয়ে গেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, আটক হৃদয়ের কথাবার্তা অসংলগ্ন। সে কার সঙ্গে অথবা কীভাবে কুমিল্লা থেকে সাটুরিয়ায় এসেছে, তা তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দারা।

http://www.anandalokfoundation.com/