মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি মো. আব্দুর রহমান বলেন মানুষের কল্যানে মানুষের পাশে দাড়ানোই হলো মানুষের প্রধান ধর্ম। তিনি আরও বলেন, বাংলাদেশ আজ তুমুল গতিতে এগিয়ে চলছে। একটি চক্র এ গতিতে বাধা সৃষ্টি করছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগন তাদের শক্ত হাতে প্রতিহত করবে।
বৃহস্পতিবার(১৪ অক্টোবর) বিকাল ৩ টায় ফরিদপুরের মধুখালী উপজেলা পৌর সদর বাজারে অবস্থিত কেন্দ্রীয় পূজা মন্দির পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, ওহিদুজ্জামান বাবলু, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাচু, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা মনোজ সাহা, সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, বাজার মন্দির কমিটির রতন কুমার সাহা, মনোজ সাহা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ