14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার এপ্রিল 16, 2025
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুনামেন্টে, ডাসার প্রেসক্লাব সেমিফাইলে

Rai Kishori
September 11, 2021 9:48 pm
Link Copied!

ডাসার প্রতিনিধি :  মাদারীপুরের  মৈত্রী মিডিয়া সেন্টারের  আয়োজন ও মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় দ্বিতীয় দিনের খেলায় ডাসার প্রেসক্লাবের জয় হয়েছে।
আজ ১১ সেপ্টেম্বর শনিবার বেলা ৪ টার সময় মাদারীপুর টার্ফ মাঠে ফুটবল খেলার  আয়োজন করা হয়।
এতে দুই দল অংশগ্রহণ করে ডাসার প্রেসক্লাব বনাম বাংলাদেশ মফস্বল  সাংবাদিক ফোরাম শিবচর। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে ফুটবল খেলা শেষ হয়।এসময় ডাসার প্রেসক্লাব- ০১ গোলের ব্যবধানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শিবচর কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের,  সভাপতি বেলাল রিজভী,গল্পকার লেখক, সাংবাদিক রিপন মল্লিক, মৈত্রী মিডিয়া সেন্টারের   সাধারণ সম্পাদক,শরীফ আরাফাত, মৈত্রী মিডিয়া সেন্টারের  সাংগঠনিক সম্পাদক জে আর আহসান লিমন, সময় টিভির ক্যামেরা পারসন, সাংবাদিক সাহাদাত আকন প্রমুখ।
http://www.anandalokfoundation.com/