14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের রাজৈরে ভিজিডির চাল উদ্ধার

admin
September 3, 2016 4:59 pm
Link Copied!

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের আড়ু–য়াকান্দি বাজারে শুক্রবার (২-৯-১৬) দিবাগত গভীর রাতে (রাত ১ টা) অভিযান চালিয়ে পুলিশ একটি দোকানের তালা ভেঙ্গে গরীব ও অসহায় মানুষের জন্য বরাদ্ধকৃত ভিজিডির চাল  উদ্ধার করেছে।

পুলিশ ও প্রসাশনের একধিক সূত্র জানায়, কদমবাড়ী ইউনিয়নের আড়–য়াকান্দি বাজারের  একটি দোকানে আত্মসাতের উদ্দেশ্যে ভিজিডির চাল মওজুদ রয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান পুলিশ নিয়ে অভিযান চালায়। পরে উক্ত বাজারের পলাশ মজুমদারের দোকানের তালা ভেঙ্গে  পাচার হওয়া ১১ বস্তা ভিজিডির চাল  উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসে।

ভিজিডির চাল বিতরনের দায়িত্ব প্রাপ্ত কদমবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য  নীহার রঞ্জন ও সচিব রতন কুমার বৈদ্য  জানান, ভিজিডির কার্ডধারীরা উক্ত পলাশ মজুমদারের কাছে চাল  বিক্রি করে থাকতে পারে। তবে  কে বা কারা আমাদের সুনাম নষ্ট করার জন্য প্রশাসন কে ভুল তথ্য দেয়।

এ বিষয়ে  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহামুদা আক্তার জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।

http://www.anandalokfoundation.com/