আঃজলিল শার্শা যশোর সংবাদদাতাঃ গতকাল রাতে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বারোপোতা কদমতলা মাঠ থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ মন্টু সরদার(৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে পোর্ট থানা পুলিশ৷
গতকাল রাতে বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস ও এএসআই আলমগীর হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা কদমতলা মাঠে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী মন্টু সরদার পুটখালী গ্রামের মৃত ফজলে করিমের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আগামী কাল তাকে কোট হাজতে প্রেরণ করা হবে।