কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ১১ মাইল এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকবাহী কোস্টার বাসের সঙ্গে রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় বাস দুমড়ে মুচড়ে যায়। দূর্ঘটনা পরবর্তী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সকালে কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ের সকাল ১০টার নির্ধারিত ট্রিপ আনার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের অন্তত সাত-আটজন আহত হন। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসচালক নজরুল ইসলাম, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শফিকুল ইসলাম এবং এক কর্মকর্তা বেশি ক্ষতিগ্রস্ত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও আহত শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, “আমাদের ড্রাইভার নজরুল আহত হয়েছেন। তাঁর কবজিতে আঘাত পেলেও ভাঙেনি, তবে হিপে চাপ লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন, তবে গুরুতর নয়। আমাদের শিক্ষক ড. শফিকুল ইসলামের নখে ও পায়ে আঘাত ছিল, তিনি চিকিৎসা শেষে বাসায় গেছেন। এছাড়া আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন, তবে সবাই এখন নিরাপদ আছেন।”
তিনি আরও বলেন, দুর্ঘটনাটি ঘটে রূপসা পরিবহনের বাস একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে। সঠিকভাবে ওভারটেক সম্পন্ন করতে না পারায় কোস্টার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ের বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, “বিশ্ববিদ্যালয়ের বাস চালক আহত হয়ে হাসপাতালে আছেন। দুর্ঘটনায় জড়িত রূপসা পরিবহনের বাসটি আমাদের হেফাজতে আছে। তবে চালককে এখনো আটক করা যায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে মামলা করবে। বাদী পাওয়া গেলে মামলা নেওয়া হবে।”