অর্ক গাঙ্গুলী, ভারত প্রতিনিধিঃ ঝাড়খন্ডে ‘দুখিয়া মহাদেব’ নামে এক শিব মন্দিরে রাতের অন্ধকারে গরুর মাংস ফেলে গেল কে বা কারা। দুষ্কৃতিকারীদের শাস্তির দাবীতে ৬ ঘণ্টা রাস্তা অবরোধ।
জানা যায়, গতকাল রাতে ঝাড়খণ্ডের ধানবাদ ও জামতারা জেলার সীমান্তবর্তী ‘দুখিয়া মহাদেব’ মন্দিরের সামনে রাতের অন্ধকারে কেউ এসে অনেক মাংস ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। কিসের মাংস হতে পারে ভেবে কিছু লোক পর্যালোচনা করলে তারা আবিস্কার করে এত বড় বড় টুকরো এবং সহজ লভ্য একমাত্র গরুর মাংস ই হতে পারে। সকালবেলা স্থানীয় লোকেদের নজরে এলে তারা ক্ষোভে ফেটে পড়ে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা থানায় একটি সাধারন ডায়েরি করে। আইপিএস প্রমাদ চৌধুরী নিশ্চিত করে এটি গরুর মাংস। এবং তারা মাংস সরিয়ে জায়গাটা পরিষ্কার করার ব্যবস্থা করে।
দি নিউজের প্রতিনিধি অর্ক গাঙ্গুলী জানান, এই অঞ্চল মুসলিম প্রধান হওয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘর্ষ লেগেই থাকে। তাই বলে মন্দিরের সামনে এভাবে গরুর মাংস ফেলে যাবে ? এ হেন অত্যাচার মেনে নেওয়া যায় না। এবারের ঘটনায় পুলিশ যদি পদক্ষেপ না নেয় তাহলে সাধারন হিন্দুরা বসে থাকবে না পলে জানান কতৃপক্ষ।
মন্দিরের লোকজন ও এলাকার হিন্দুরা মিলে এই ঘটনার প্রতিবাদে ৬ ঘণ্টা রাস্তা অবরোধ করলে পুলিশ এসে দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দেয়। তারপর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ হিন্দুরা । তারা বলে আমরা মুখবুজে সব কিছু মেনে নেই বলে আমাদের সাথে যা ইচ্ছা তাই করবে এরকম ভাবলে ভুল করছে সবাই । আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় দোষীদের শনাক্তকরণ করে দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
স্থানীয়রা আরো বলেন, আমরাতো কারো উপাসনালয়ে হামলা, অত্যাচার করিনা। তাহলে কেন এত শত্রুতা, যে যার মত শান্তিপূর্ণ ভাবে কেন ধর্ম পালন করতে পারে না।