মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১। স্থানীয় সুত্রে জানা গেছে ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার ঢাকা-খুলনা মহাসড়কের পৌর সভার মেছড়দিয়ার মোড় এলাকায় বনমালিদিয়া গ্রামে বাইসাইকেলে মহাসড়ক পার হওয়ার সময় মাগুরা দ্রæতগামী একটি পিকআপ চাপা দিলে ঘটনা স্থলেই বাইসাইকেল আরহী ওমর ফারুক (৩১) ঘটনা স্থলেই নিহত হন।
পিকআপ নম্বর ঢাকা মেট্রো- ঠ – ১৩ -৬০৬৯ । ঘাতক ট্র্রাকটি আটক করেছে পুলিশ। সে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গোয়ালবাড়ীয়া গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে । তিনি বনমালিদিয়া গ্রামের মোহাম্মাদ আলীর বাসায় ভাড়ায় বসবাস করতেন।
তিনি স্থানীয় বয়স্কদের কোরআন শিক্ষা দিতেন। একই স্থানে এর আগে কয়েকটি সড়ক দুর্ঘটনা ৩/৪জন প্রান হারিয়েছেন।