ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে শান্তিপুর গ্রামের শান্তিপুর স্কুল পাড়া এলাকায় আগুনে পুড়ে দুই দিনমজুরের বসতবাড়িতে অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। এতে ওই দিন মজুর পরিবারের পুড়ে ছাই হয়ে গেছে ।
শুক্রবার (২রা মে ) রাত প্রায় ১টার সময় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর স্কুলপাড়া গ্রামের দিনমুজুর সুজন শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
সুজন শেখ জানান, গোয়ালঘরের মশার কয়েল থেকে আগুন লেগে যায়। তিনি বলেন, আমার ১টা গোয়ালঘর, ১টা রান্না ঘর আসবাবপত্র, ১টা গভীন গাভী ২টা ছাগল , ঘরে থাকা পিয়াজ, রসুন, ধান, চাল পুড়ে যায় এবং ঐ একই আগুনে আর আমার পাশের বসতি আহম্মেদ শেখ এর রান্নাঘর পুড়ে যায় । আড়পাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম শিকদার বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ। পারিবারিক সূত্রে জানা যায় সুজনের এবং আহম্মেদ শেখের প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল বলেন, আগুন লাগার বিষয়ে শুনেছি । অফিস থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে ।