ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ২০মন জাটকা মাছ সহ একটি ট্রলার ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড।
বৃহস্পতিবার(৫ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তেঁতুলিয়া নদীর উড়াব খালী এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
চরমানিকা কোষ্টগার্ড ষ্টেশন আউটপোষ্ট কন্টিনজেন্ট কমান্ডার বলেন, বৃহস্পতিবার তেঁতুলিয়া নদীর উপাস খালী এলাকায় অভিযান চালিয়ে ১টি ট্রলার সহ ২০ মন জাটকা ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার মারুফ হোসেন মিনালের উপস্থিতে চর কচ্ছপিয়া ৮ টি এতিমখানায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকতার উপস্থিতিতে চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের অফিসের সামনে জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ট্রলারটির অর্থদ- দিবেন বলে মৎস্য কর্মকতা জানান।