পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মধ্যে ভিজিএফ’র কার্ড বিতরণকালে পৌর বিএনপি নেতাকে মারধর ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ দিকে হামলা ও ভাংচুরের অভিযোগ সম্পূর্ন সাজানো ও ভিত্তিহীন বলে দাবী ওই ছাত্রদল নেতার।
শনিবার সন্ধ্যায় পৌর বিএনপি’র সদস্য ও কাসেমাবাদ গ্রামের বাসিন্দা কামাল লস্কর অভিযোগ করে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় ভাবে ভিজিএফ’র ১০০ স্লীপ আমাকে দেওয়া হয়।
শনিবার সকালে পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ মহল্লার নিজ বাসায় বসে স্লীপগুলো দুঃস্থদের মধ্যে বন্টন করছিলাম। এরইমধ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ও ১০/১২ জনের একটি দল নিয়ে বাড়িতে প্রবেশ করে আমার কাছে ৫০ টি স্লীপ দাবী করে। এসময় আমি স্লীপ দিতে অস্বীকার করায় অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার ওপর হামলা চালিয়ে বসতঘর ভাংচুর করে তারা। এ সময় আমার স্ত্রী ও স্কুল পড়–য়া মেয়ে আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাদেরকে মারধর করা হয়। বিষয়টি উপজেলা ও পৌর বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে বলেও জানান কামাল লস্কর।
এ দিকে অভিযোগ অস্বীকার করে পৌর ছাত্রদল নেতা আব্দুর রহিম বলেন, হামলা ও বসতঘর ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। মূলত ভিজিএফ’র স্লীপ অসহায় দুঃস্থদের না দিয়ে কামাল লস্কর তার নিজস্ব লোকদের মধ্যে বিতরণ করতেছিলো সেই বিষয়টি কয়েকজন ভ্যান চালক আমাকে বলার পর আমি তার (কামাল লস্কর) বাড়িতে জানতে গিয়েছিলাম।
বিষয়টিকে তিনি (কামাল) ভীন্নদিকে প্রবাহিত করতে চাচ্ছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।