14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত, রাশিয়া ও চীনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ইঙ্গিত

ডেস্ক
September 1, 2025 10:34 am
Link Copied!

সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বরাজনীতিতে এতবড় পরিবর্তন আর কখনো ঘটেনি। ঠান্ডা যুদ্ধের অবসানের পর আমেরিকা যেভাবে এতকাল গায়ের জোরে সারা পৃথিবীকে অনৈতিক ভাবে নিয়ন্ত্রণ করে আসছিল এবার তার অবসান হতে চলেছে বলে অনেকেই মনে করতে শুরু করেছেন।  বিড়ালের গলায় ঘন্টা’টা ভারতই বেঁধে দেয়ার সাহস দেখালো যা সমসাময়িক সময়ে এক দুঃসাহসিক কাজ বলেই অনেকে মনে করছেন।

বন্ধুত্বের নামে জুজুর ভয় দেখিয়ে আমেরিকা ভারতকে আর ব্যবহার করতে পারবেনা। বন্ধুত্বের আড়ালে বিশ্ব অর্থনীতিতে ভারতের অগ্রগতিকে থামিয়ে দেয়ার উদ্দেশ্য নিয়েই যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির সাথে বন্ধুত্ব করেছিল। কিন্তু মাঝ পথেই সে সম্পর্ক আটকে গেল।

এই প্রথম চীন রাশিয়া ও ভারত বিশ্বের অসহায় দেশগুলোর নেতৃত্বে জোটবদ্ধ হতে চলেছে। আমেরিকা তাদের অর্থনৈতিক সম্বৃদ্ধির অহংকারে ধরাকে স্বরাজ্ঞান মনে করছিল। যার ফলে পারস্পরিক সম্পর্কের টানাপোড়েন ভুলে ভারত ও চীন অতীতের সব শত্রুতা ভুলে আমেরিকার বিরুদ্ধে জোট বাঁধতে রাজি হয়েছে। শুধু তাই নয় জাপানের মতো একটি সভ্যদেশ আমেরিকার অসভ্যতায় বীতশ্রদ্ধ হয়ে ভারতের সাথে উন্নয়নের অংশীদার হতে সম্মত হয়েছে। পিছনে রয়েছে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যের ইরান ইরাক এমনকি উত্তর কোরিয়ার মতো দেশও আমেরিকার বিরুদ্ধে জোটবদ্ধ হতে রাজি হয়েছে। বিশ্ব রাজনীতিতে এ এক অভূতপূর্ব ঘটনা।

ব্যক্তিগত মান-অভিমান ও ইগো কখনোই বিশ্ব রাজনীতিতে প্রতিপক্ষ হতে পারেনা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজের চাওয়া-পাওয়াকে বিশ্ব রাজনীতিতে টেনে এনে আমেরিকান সভ্যতাকে ধূলোয় মিশিয়ে দিয়েছে। তাকে কেন নোবেল শান্তি পুরস্কারের জন্য নরেন্দ্র মোদী সুপারিশ করতে অস্বীকার করলো কেন ভারত পাকিস্তান সংঘর্ষ থামাতে ট্রাম্পের ভুমিকাকে ভারত অস্বীকার করলো অথবা হোয়াইট হাউসে পাকিস্তানি সেনাপ্রধানের সাথে মধ্যাহ্ন ভোজনে অংশ নিতে নরেন্দ্র মোদী কেন রাজি হলো না সর্বোপরি পরপর ৪বার ট্রাম্পের ফোন কল নরেন্দ্র মোদির রিসিভ না করাকে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত ইগো হিসাবে গন্য করে ভারতের উপর ৫০% শুল্কারোপ করে দেয়। পৃথিবীর ইতিহাসে এটি এক বিড়ল ঘটনা।ট্রাম্প ভারত আমেরিকান বন্ধুত্বের সম্পর্ককে তুচ্ছতাচ্ছিল্য করে রাশিয়া থেকে তেল কেনাকে অজুহাত করে ভারতের উপর নামিয়ে আনে বানিজ্যিক নিষেধাজ্ঞা।

বিশ্ব রাজনীতিতে ভারতের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে আমেরিকা চেয়েছিল ভারতকে পদানত করতে। কিন্তু সময় বদলেছে প্রভাব-প্রতিপত্তি প্রভুত্ব একনায়কতান্ত্রিক মনোভাব যুগের পর যুগ চলতে পারেনা।

তাই সারাবিশ্ব জুড়ে আমেরিকার বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভ এবার বিস্ফোরণের অপেক্ষায়। চীন আমেরিকার প্রতিপক্ষ। চীনের অর্থনীতি সামরিক শক্তি ও প্রভাব প্রতিপত্তিকে আটকে দেয়ার জন্য আমেরিকার কূটকৌশলে সারা পৃথিবী নাজেহাল। আমেরিকা জানে চীনের প্রভুত্বকে আটকানোর জন্য ভারত একমাত্র শক্তি। ভারতের সাথে সীমান্ত নিয়ে টানাপোড়েনের ফলে ভারতের সাথে চীনের বৈরী সম্পর্ক সর্বজনবিধিত।

আমেরিকা ভারতের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ভারতকে গুটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল।

কিন্তু ভারত আমেরিকার উপর নির্ভর করে চীনকে মোকাবেলা করতে চায় না। ভারতের সক্ষমতা পারদর্শিতা অন্য যেকোন দেশের তুলনায় যে কোন অংশে কম নয় ভারত তা প্রমাণ করেছে। তাছাড়া সারাবিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়। এমতাবস্থায় আমেরিকার প্রভুত্বের প্রশ্নে ভারতের উপর ঝাপিয়ে পড়া ছাড়া কোন বিকল্প নেই। কিন্তু ভারতও প্রস্তুত।

চীন যেভাবে তাদের একরোকা মনোভাব থেকে সরে এসে ভারতের সাথে একাত্মতা প্রকাশ করেছে সাথে রাশিয়ার চাতুর্য বিশ্ব রাজনীতির নেতৃত্ব এমন এক পর্যায়ে গিয়ে উন্নীত হয়েছে যে আমেরিকার পিছু হঠা ছাড়া কোন গত্যন্তর নেই।