মাসুদুর রহমান শেখ (বেনাপোল প্রতিনিধি): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৫ নারী-শিশুকে স্বদেশ প্রত্যাবর্তন আইনে দুই বছর পর দেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার(০২ ডিসেম্বর) বিকাল ৪ টায় ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সুবেদার প্রভাত কুমার তাদের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
এরা হলেন,বান্দরবনের রুবিদা খাতুন ওরফে রমেছা(২০), খুলনার মাসুরা বেগম(৩০), সুলতারা(২৫), আয়শা বেগম(১৯) ও সাথে শিশু আব্দুল্লা আল মামুন(০২)।
বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুদেরকে আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশ মহিলা আইজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।
বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির যশোর শাখার সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, দুই বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্ত পথে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের নিলুয়া হোম সেন্টার নামে একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ক্রমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত আনা হয়। কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই বছর লেগে যায় বলে জানান তিনি ।
তিনি আরো জানান, এদের মধ্যে কেউ পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাইলে তাকে আইনি সহায়তা করা হবে।