14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি হেলিকপ্টার!

admin
August 30, 2016 8:30 am
Link Copied!

নিউজ ডেস্কঃ বেলুচিস্তান নিয়ে ভারতকে চীন হুমকি দেয়ার কিছুক্ষণের মধ্যেই জম্মু সীমান্তে পাকিস্তানি সেনা হেলিকপ্টার ঢুকে পড়েছে বলে ভারতীয় পক্ষ দাব করেছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আরনিয়া সেক্টরে সোমবার বেলা ১টা নাগাদ আচমকা আমেরিকার দেয়া একটি পাকিস্তানি সামরিক হেলিকপ্টার ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ করা হয়। যদিও বিএসএফ হুঁশিয়ারি দেয়ার আগেই সেটি আবার পাকিস্তানের দিকে উড়ে যায়।

ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর এক অফিসার জানিয়েছেন, ‘সীমান্তের এক জায়গায় হঠাৎ আমরা ওটাকে দেখতে পাই। পরক্ষণেই সেটি উধাও হয়ে যায়। তারপর আবার সেটিকে দেখা যায় আরেকটি জায়গায়। তার মতে, অবশ্য দূর থেকে বোঝা যায়নি যে সেটি আদৌও ভারতের দিকে ঢুকেছিল কিনা। তার কারণ, সীমান্ত রেখার উভয়দিকে ভারত এবং পাকিস্তান দুপক্ষই অন্তত চার-পাঁচ কিলোমিটার করে জায়গা ছেড়ে রাখতে বাধ্য হয়েছে।

আন্তর্জাতিক সীমান্ত বিধির সেটাই নিয়ম। তবু হেলিকপ্টারটিকে ভারতীয় সীমানার এতটাই কাছ ঘেঁসে যেতে দেখা গিয়েছে যে, তাতে বোধ হয় যেকোনো কারণেই হোক, হয়তো বা পাইলটেরই ভুলে তা ভারতের আকাশসীমা পার হয়েছিল।
এই ঘটনার পর নিয়ন্ত্রণ রেখা বরাবর বিএসএফ এবং সেনাবাহিনী আরো সতর্ক হয়েছে।

http://www.anandalokfoundation.com/