14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বোদায় বিনামুল্যে ল্যাপটপ বিতরণ

admin
January 24, 2016 11:09 am
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের বোদায় বিনামুল্যে ল্যাপটপ বিতরণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালা ২৩ জানুয়ারি  (শনিবার) বিকেলে মহিলা মহাবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।

এরোলাইট আইসিটি এডুকেশন ঢাকা এর আয়োজনে বোদা মহিলা মহাবিদ্যালয়ের সহযোগিতায় বিনামুল্যে ল্যাপটপ বিতরণ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যরাখেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।

স্বাগত বক্তব্য রাখেন এরোলাইট আইসিটি এডুকেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফজলুল হক সাজ্জাদ। বোদা মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লাহ, বোদা থানার অফিসার ইনর্চাজ মোঃ আবুল কালাম আজাদ, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক, বোদা পাইলট গার্লন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম সাবুল প্রমুখ।

কর্মশালায় বর্তমান সরকারের ভিশন-২০১২ বাস্তবায়নের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশে আইসিটি শিক্ষার সম্প্রসারণে এরোলাইট আইসিটি এডুকেশন, লার্নিং এন্ড আর্নিং প্রোগ্রামের আউট সোর্সিং কাজের জন্য বিনামুল্যে ল্যাপটপ বিতরণ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের বিভিন্ন কর্মকান্ড উপস্থাপন করা হয়।

আলোচনাশেষে বিনামুল্যে ৪১টি ল্যাপটপ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দর।

http://www.anandalokfoundation.com/