14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্ত থেকে ছিনতাইয়ের অভিযোগে ফটো সাংবাদিক আটক

Biswajit Shil
December 10, 2019 2:19 pm
Link Copied!

আঃজলিল, বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১২০০০ বারো হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে আকাশ খাঁ নামের এক ফটো সাংবাদিককে আটক করেছে বর্ডার গার্ড বি,জি,বি সদস্যরা।
আজ ১০/১২/১৯ মঙ্গলবার বেলা ১২ টার সমায় বেনাপোল চেকপোস্ট সংলগ্ন এলাকাই ঘটনাটি ঘটে। পাসপোর্ট যাত্রী দেবদূত দেবনাথ  সাতক্ষীরা জেলার আশাশনি উপজেলার বুধহাটা গ্রামের নিমাই দেবনাথের ছেলে। এর নিকট থেকে টাকা ছিনতাই করেন আকাশ খাঁ।

আটককৃত আকাশ খা বেনাপোল পোর্টথানা তালশারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং দৈনিক নওয়াপাড়া পত্রিকার বেনাপোলের ফটো সাংবাদিক এবং যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধির একজন নিজস্ব কার্ডধারি হকারও ব্যাক্তিগত লোক।
আটক কৃত আসামীকে বেনাপোল পোর্ট থানায় চাঁদাবাজি ছিনতাইয়ের অভিযোগ মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
http://www.anandalokfoundation.com/