14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র নাসির উদ্দিন

Link Copied!

বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র মোঃ নাসির উদ্দিন। রবিবার (১৩ জুলাই-২০২৩) বেলা ১১ টার সময় তিনি বেনাপোল পৌরসভার নব-নির্বাচিত ৩ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও ৯ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৌর প্রশাসক ও শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বেনাপোল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারিরা নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেয়।
উক্ত দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১, (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন।
তিনি, এই প্রথমবার বেনাপোল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মোঃ নাসির উদ্দিন নির্বাচিত হওয়ায় বেনাপোলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সিনিয়র সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুঁইয়া, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোয়ারাব হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক মুকুলসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
 সহ স্থানীয় আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, প্রায় এক যুগ পূর্বে অনুষ্ঠিত হয় বেনাপোল পৌরসভার নির্বাচন। পরবর্তীতে মেয়াদকাল ৫ বছর অতিক্রম হলেও বিভিন্ন মামলা জটিলতায় আটকে ছিলো এ পৌরসভার নির্বাচন। অবশেষে পৌরবাসীর বহু আকাঙ্খিত নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭ জুলাই-২০২৩ ইং তারিখে। এ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা ১০ আগষ্ট-২০২৩ ইং তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।
http://www.anandalokfoundation.com/