ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নাবালিকা কন্যাকে বিবাহ দেওয়ার দায়ে পিতা কদর আলীকে ছয়(০৬) মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা।
নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি উপজেলার পৌরসভাধীন জোড়াপুকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে নাবালিকা কন্যার পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী অফিসারের সাথে ছিলেন তার অফিস সহকারী ও পেষকার আসাদুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে থানা পুলিশ অফিসার সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা উপস্থিত নারী পূরুষদের তাদের নাবালক ও নাবালিকা সন্তানদের বাল্যবিবাহ না দিয়ে লেখাপড়া করানো সহ তাদের জীবন গড়ায় সহযোগিতা করার আহব্বান জানান।