14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আগৈলঝাড়ায় সরকারী আশ্রয়ন প্রকল্পের লোকজনের চলাচলের পথে বেড়া দিয়ে দিয়েছে স্থানীয়রা

আগৈলঝাড়ায় বর্ষা মৌসুমে শত বছরের নৌকার বিক্রির হাটে ক্রেতা-বিক্রেতায় জমজমাট

ই-রিকশা চালকদের লাইসেন্স এবং প্রশিক্ষণ প্রদানে রাষ্ট্রীয় স্বীকৃতির আইনগত ভিত্তি তৈরি হবে -ডিএনসিসি প্রশাসক 

স্বর্ণ, মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী পণ্যসহ যশোর সীমান্তে ৪৯ জন চোরাকারবারী আটক

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানসহ সকল কর্মসূচি স্থগিত

কোটালীপাড়ায়  শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা

সিলেটে জুলাই পদযাত্রা শুক্রবার, নেতাকর্মীদের ব্যাপক প্রচার ও প্রস্তুতি

আজকের সর্বশেষ সবখবর

হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ না করলে বাংলার বিশাল জনগোষ্ঠী খ্রিস্টান হয়ে যেত

Brinda Chowdhury
February 9, 2020 4:27 pm
Link Copied!

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পুরুষদের মতো, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের পূর্ব পুরুষদেরও, তুচ্ছ কারণে ব্রাহ্মণ সমাজ থেকে বিচ‍্যুত করা হয়েছিল। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর না জন্মগ্রহণ করলে, বাংলার বিশাল অস্পৃশ্য জনগোষ্ঠী সনাতন ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে যেত।

তখন পূর্ব বঙ্গে বড় লাট এসে চাইলেন গরীব, অস্পৃশ্য জনগোষ্ঠীকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করাতে। তখন গুরুচাঁদ ঠাকুর কৌশলে বিদ্যালয় প্রতিষ্ঠা করালেন এবং অস্পৃশ্য বাঙ্গালিদের লেখাপড়া করার সুযোগ করে দিলেন। তা না হলে পূর্ব বঙ্গের  নিপীড়িত হিন্দু জনগোষ্ঠীর লেখাপড়া শেখা হত না।

সাধনা সম্পর্কে মতুয়াদের প্রতি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ১২ টি উপদেশ আছে, যা ‘দ্বাদশ আজ্ঞা’ নামে পরিচিত। সেগুলি হলো:

১. সদা সত্য কথা বলবে

২. পিতা-মাতাকে দেবতাজ্ঞানে ভক্তি করবে

৩. নারীকে মাতৃজ্ঞান করবে

৪. জগৎকে ভালোবাসবে

৫. সকল ধর্মের প্রতি উদার থাকবে

৬. জাতিভেদ করবে না

৭. হরিমন্দির প্রতিষ্ঠা করবে

৮. প্রত্যহ প্রার্থনা করবে

৯. ঈশ্বরে আত্মদান করবে

১০. বহিরঙ্গে সাধু সাজবে না

১১. ষড়রিপু বশে রাখবে

১২. হাতে কাম ও মুখে নাম করবে।

লক্ষ‍্য করার বিষয় হচ্ছে, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর কর্মমুখী একেশ্ববাদ প্রচার করেছেন। পথভ্রষ্টদের দুহাতের সমস্ত অর্থসম্পদ ফেলে, দুবাহু উপরে তুলে ঈশ্বর ভজনার তত্ত্ব – জাতির দীর্ঘ পরাধীনতার অন‍্যতম কারণ। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের বাস্তববাদী আধ‍্যাত্মিক দর্শন,সামাজিক সাম‍্য ও সম্প্রীতি স্থাপনে অন‍্যতম দিকনির্দেশনা।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুযোগ‍্য পুত্র মহাত্মা গুরুচাঁদ ঠাকুরকে বর্ণহিন্দুরা স্কুলে ভর্তি হতে দেয় নি। প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য তাঁকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল। তিনি উচ্চ শিক্ষিত ব‍্যক্তিতে পরিনত হয়ে, গ্রাম বাংলায় ১৮১২ টি বিদ‍্যালয় স্থাপন করে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শিক্ষার আলো ছড়িয়ে দিতে – অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

http://www.anandalokfoundation.com/