মেহের আমজাদ, মেহেরপুর: বাংলাদেশ প্রতিদিন-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন-এর নামে মানহানির মামলা দায়ের করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
গত বুধবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ তার অনুগত কয়েকজনের স্লিপ ছাড়া খাদ্য গুদামে গম কেনা হচ্ছে না, এমন সংবাদ প্রকাশ হলে কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে তিনি গত রোববার মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীকে সমন জারি করেছেন। সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ মামলার বাদির।
এদিকে মানহানির মামলার বিষয়ে বিবাদী মাহবুবুল হক পোলেন বলেন, একটি সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতার জন্য যে যে প্রমাণপত্র দরকার তা সংগ্রহ করেই তিনি সংবাদ প্রকাশ করেছেন। কোন প্রকার মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি বলে তিনি আরো জানান।