14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার মার্চ 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় স্কুলছাত্রকে ছুরিকাহত করায় গ্রেফতার ২, অস্ত্র উদ্ধার

Rai Kishori
March 23, 2020 11:39 pm
Link Copied!

অমৃত ঘোষ, বগুড়াঃ বগুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল পড়ুয়া ফারদিন নামে এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে  সন্ত্রাসীরা ।
এ ঘটনায় শহরের খান্দার হিন্দুপাড়া এলাকার আঃসালামের ছেলে (সদ্য জেল খাটা) জিহাদ ইসলাম (২১) ও তার অপর সহযোগী, রহমান নগর এলাকার মৃতঃআমিনুল ইসলামের ছেলে ওয়াই.এম.সি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী মেজবাহ (১৯)কে বগুড়া  সদর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে। এসময় তাদের কাছে ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মার্চ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে আলতাফুন্নেছা খেলার মাঠে বন্ধুদের সাথে গল্প করছিল নারুলী দঃপাড়া এলাকার কাজি রেদোয়ানের ছেলে নারুলী উত্তরণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ফারদিন(১৪)। এসময়  একদল সন্ত্রাসী ফারদিনের উপর অতর্কিত হামলা চালিয়ে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা ফারদিনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির  পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই সন্ত্রাসীদের তাদের এলাকা থেকে গ্রেফতার করে।
এ ঘটনায় ইনচার্জ জানান, মাত্র ২দিন আগে যশোর জেলার কিশোর শোধনাগার হতে জামিনে বের হয় জিহাদ। বের হয়েই এই দুর্ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি  জানান।
http://www.anandalokfoundation.com/