বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার একটি মাঠ থেকে আব্দুর রহিম (৪৫) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের চ-িপুর মাঠ থেকে ওই জেলের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মকবুল হোসেনের ছেলে।
স্থানীরা জানায়, উপজেলার পদ্মপুকুর গ্রামের গিয়াস উদ্দিন গেদা পাগলার মাজারে প্রয়ই গানের আসর বসতো। সেই সূত্রে তিনি ওই এলাকার গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমানের বাড়িতে যাতায়াত করতেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতেও সেখানে গানের আসর বসে। ওই আসরে পীরের মুরিদদের পাঁচজন ছেলে-মেয়ের বিয়ে দেওয়া হয়। সেখানে আব্দুর রহিম উপস্থিত ছিলেন। এরপর হঠাৎ করেই শনিবার দুপুরে ওই এলাকা থেকে তার মরদেহের উদ্ধার করা হয়।
মরদেহটির পাশ থেকে একটি সাদা রঙের জ্যাকেট ও একটি মুঠোফোন পাওয়া গেছে। এক পর্যায়ে মুঠোফোনের সূত্র ধরে পুলিশ নিহতের পরিচয় উদঘাটন করে। এ সময় তদন্ত কালে পুলিশ ওই এলাকার গ্রাম পুলিশ সিদ্দিকুর রহমানের বাড়িতে গেলে দেখতে পায় তার পরিবারের সবাই পলাতক রয়েছে। এ ঘটনায় ওই বাড়িতে অবস্থানরত পাঁচজন পীরের মুরিদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার রহস্য উদঘাটনের জন্য ওই পাঁচজনকে আটক করা হয়েছে।