হংকং সুপার সিক্সার্সে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের জয়ে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে লঙ্কানরা।
আজ রবিবার প্রথমে ব্যাট করতে নেমে জিসান আলম (৩৬ রান), আব্দুল্লাহ আল মামুন (১৬ রান), মোহাম্মদ সাইফউদ্দিন ২৩ রান এবং আবু হায়দার রনির (১৮ রান) ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বলে ৫০ রান করে ‘আহত অবসরে’ যান সান্দুন উইরেকোডি।
ধনাঞ্জয়া লাকশান নেন ৬ বলে ২৪ রান। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে ৩ রান দেন পেসার আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় বলে চার আর চতুর্থ বলের ছক্কায় ১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় লঙ্কানরা।
প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।