14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার-৩৮

নিউজ ডেস্ক
January 21, 2022 9:59 pm
Link Copied!

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলায় ৩টি বিদ্যুতের ট্রান্সমিটারের কয়েল, ১টি পিকআপ গাড়ি, ২টি শ্যালো মেশিন ও ১টি মোটর সাইকেলসহ ৪ জন চোর দলের সদস্যকে গ্রেফতার করা হয়।

এছাড়া ৬ বোতল কেরু এন্ড কোম্পানির মদ ও নগদ ৩৪ হাজার টাকাসহ ১জন আসামী গ্রেফতার, নগদ ১৪ হাজার ৮৫০ টাকা ও তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। জেলায় মোট ১৩ টি মামলা রুজু করা হয়। নিয়মিত মামলাসহ পুরাতন মামলায় ২৪ জন আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর জেলা পুলিশ জানান, ফরিদপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নেতৃতে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর কোতয়ালি থানাধীন ভাটিকানাইপুর সাকিনন্থ ব্রিজের পাশে ঝাউখোলাগামী পাকা রাস্তার মাথায় হতে জুয়েল মল্লিক (৩৮), পিতা- মৃত বুলবুল মল্লিক মাতা শাহানাজ বেগম সাং দৌলতপুর উত্তরপাড়া,থানা মতলব উত্তর জেলা চাঁদপুর,বর্তমান স্ত্রী রুমা, শ্বশুর মুন্নু শাশুড়ি মনোয়ারা সাং কোষা গোপালপুর থানা কোতয়ালী জেলা ফরিদপুর, বিল্লাল হোসেন (৪০) পিতা মৃত আঃ মতিন মাতা মৃত নুর নাহার বেগম সাং নবীগঞ্জ (রওশনবাগ নবীগঞ্জ বাজার) থানা বন্দর জেলা নারায়নগঞ্জ বর্তমান ধুলদি থানা কোতয়ালী জেলা ফরিদপুর, জাকির হোসেন (৩০) পিতা শেখ নান্নু মাতা আঞ্জুমনোয়ারা বেগম সাং গোয়াল চামট খোদাবক্স রোড, শহিদ শেখ (৩৫) পিতা আকমল শেখ মাতা জহিরন নেছা সাং কবিরপুর উভয় থানা কোতয়ালী জেলা ফরিদপুর দের চোরাই তিনটি বিদ্যুতের ট্রন্সমিটারের কয়েল, চোরাই মালামাল বহনে ও চোরাইকাজে ব্যবহৃত একটি পিক আপ গাড়ী, চোরাই পাম্পসহ একটা পুরাতন স্যালো মেশিন, পাম্প বিহীন একটা পুরাতন স্যালো মেশিন এবং একটা পুরাতন চোরাই মটর সাইকেল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া ফরিদপুর ডিবি পুলিশের পৃথক অপর একটি অভিযানে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানাধীন গদাধরডাঙ্গী সাকিনস্থ জনৈক কল্লোল ফকিরের মেহগনি বাগানের মধ্যে তাস ও টাকার বিনিময়ে জুয়া খেলারত অবস্থায় সাখাওয়াত শেখ ওরফে শওকত আলী (৪০), পিতা-মৃত কদম আলী, উজ্জল ফকির (৩৫), পিতা-মৃত সামাদ ফকির, মজিবর শেখ (৫০), পিতা-শেখ খজ, সর্ব সাং-গদাধরডাঙ্গী, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদেরকে নগদ ১৪ হাজার ৮৫০ টাকা, তাস ও মোবাইলসহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ফরিদপুর ডিবি পুলিশের একটি চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে কোতয়ালী থানাধীন ঝিলটুলী সাকিনস্থ গুড়বাজার এলাকা হতে সুমন নন্দী (৪৪), পিতা-মৃত গোপালনন্দী, মাতা-সুষমা নন্দী, সাং-বদরপুর (LGED অফিসের পিছনে), থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে সর্বমোট ০৬ (ছয়) বোতল কেরু কোম্পানীর বাংলাদেশী মদ এবং নগদ মাদক বিক্রিত সর্বমোট ৩৪ হাজার টাকাসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা রুজু করা হয়।

কোতয়ালী থানা পুলিশ কর্তৃক ৬ টি নিয়মিত মামলা রুজু করা হয়। নিয়মিত মামলায় ৯ জন আসামিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সালথা থানা পুলিশ কর্তৃক ২ টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ৩ আসামী গ্রেফতার করা হয়।

ভাংগা থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

মধুখালী থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয়। থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলায় ২ জন আসামি গ্রেফতার করা হয়।

সদরপুর থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ জন নিয়মিত মামলার আসামি ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১জন আসামী গ্রেফতার করা হয়।

বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক ১টি নিয়মিত মামলা রুজু করা হয় থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১জন নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা হয়।

নগরকান্দা থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলায় ১জন আসামী ও গ্রেফতারি পরোয়ানা মূলে ২জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

ফ‌রিদপুর ট্রা‌ফিক পুলিশ কর্তৃক রুজু কৃত মামলার সংখ‌্যা – ২৩ টি, নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ‌্যা- ২৫ টি,
আদায় কৃত জর‌মিানার প‌রিম‌ান- ৫৭ হাজার টাকা
আটক স‌ংখ‌্যা- মোটর সাইকেল- ৪ টি , সিএনজি- ১ টি ।

ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

http://www.anandalokfoundation.com/