14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা

admin
December 15, 2016 5:38 pm
Link Copied!

১৫ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে বিএনপির ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রতিনিধি দলে থাকবেন। বিএনপির প্রতিনিধিদলের একটি তালিকা দুপুরে বঙ্গভবনে পাঠানো হয়েছে। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ নামের তালিকা সম্বলিত মহাসচিবের চিঠি নিয়ে বঙ্গভবনে গেছেন।
প্রেসিডেন্টের কার্যালয়ের সচিব বরাবর ওই চিঠি পাঠানো হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপির প্রতিনিধি দলের তালিকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, আবদুল মঈন খান, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম রয়েছে বলে জানা গেছে।
গত ৬ ডিসেম্বর রিজভী ও বিএনপির ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে গিয়ে নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত খালেদা জিয়ার প্রস্তাবের বিস্তারিত দিয়ে আসেন। গত ১২ ডিসেম্বর বঙ্গভবন থেকে চিঠি পাঠিয়ে সংলাপের জন্য বিএনপির কাছে ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম চাওয়া হয়। সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই আগামী ১৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় প্রেসিডেন্টের এ সংলাপ শুরু হচ্ছে।
http://www.anandalokfoundation.com/